বিএসইসির স্বীকৃতি পেল গ্রিন ডেল্টা সিকিউরিটিজ
সংবাদ সংবাদ
১৩ অক্টোবর ২০২২, ১০:১৪ পিএম | অনলাইন সংস্করণ
গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড সম্প্রতি পুঁজিবাজারের মধ্যস্থতাকারীদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক আয়োজিত স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার ২০২১-এ স্বীকৃতি পেয়েছে। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উল্লিখিত আয়োজনে ‘স্টক ব্রোকার ও স্টক ডিলার’ ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার অর্জন করেছে গ্রিন ডেল্টা সিকিউরিটিজ।
গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াফী শফিক মিনহাজ খান অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন। বাংলাদেশের পুঁজিবাজারের মধ্যস্থতাকারীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রথমবার আয়োজিত এই অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সব কমিশনার এবং বাংলাদেশের পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!