প্রথম মার্কেট মেকার সনদ পেল গ্রীন ডেল্টা সিকিউরিটিজ
Business Eye Bangladesh
প্রকাশ অক্টো ১৮, ২০২২
গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড ডিএসই’র পক্ষ থেকে প্রথম বাজার সৃষ্টিকারী (মার্কেট মেকার) হিসাবে অনুমোদন পেয়েছে। বাজারে তারল্য ও উপযুক্ত মূল্য নিশ্চিত হয়ে পণ্য এবং মার্কেট বৈচিত্রায়নে কাজ করছে। যা বাজার সৃষ্টিকারী ছাড়া অনেকটাই অসম্ভব। যেমন: এটিএফ এবং তালিকাভুক্ত কোম্পানির টেকসই উন্নয়নের জন্য বাজার সৃষ্টিকারীদের ভূমিকা আবশ্যক।
সোমবার (১৮ অক্টোবর) ডিএসই টাওয়ার, নিকুঞ্জ এর লেভেল-১ এ ডিএসই এবং গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালিকগনের উপস্থিতিতে গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড-কে বাজার সৃষ্টিকারী (মার্কেট মেকার) এর নিবন্ধন সনদ প্রদান করা হয় যা গত ২৬ শে সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্কেট মেকার) বিধিমালা ২০১৭ অনুসরণ করে প্রতিষ্ঠানটিকে নিবন্ধন সনদ ইস্যু করা হয়।
উক্ত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।